ঝালদা ২: মা শ্মশান কালীপুজো উপলক্ষে প্রায় ২ হাজার মানুষের নরনারায়ন সেবার আয়োজন ঝলদা ২ ব্লকের পাঁড়ুয়া গ্রামে
মা শ্মশানকালীর পূজা উপলক্ষে আজকে প্রায় 2000 মানুষের নরনারায়ণ সেবা আয়োজন করা হলো ঝালদা ২ নম্বর ব্লকের পাড়ুয়া এলাকাতে । এই নরনারায়ণ সেবা কে ঘিরে উদ্যোক্তা এবং এলাকার মানুষজনদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় ।