পুরাতন মালদা: মাত্র কয়েক ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, নাগরিক নিরাপত্তায় ফের ভরসা জাগাল মালদা থানার পুলিশ
পুরাতন মালদা:- মাত্র কয়েক ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, নাগরিক নিরাপত্তায় ফের ভরসা জাগাল মালদা থানার পুলিশ এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রীসহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তায় ভরসা জাগাল মালদা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত ১১টার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।সূত্র অনুযায়ী, বাচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথ চলার সময় তাঁর হাতে