জয়পুর:রক্তের ঘাটতি মেটাতে জয়পুর থানার অন্তর্গত রামকৃষ্ণ মাহাত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে এনএসএস-এর উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে ৯৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জেলায় রক্ত সংকট কমাতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।