পূর্বস্থলী ২: হেমাতপুর ও পূর্বস্থলী এলাকায় SIR নিয়ে কর্মীদের সাথে বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস
একটা বৈধ ভোটারও যেন বাদ না যায়, প্রতিটা বিধানসভা তেই এস আই আর এর কাজ কতটা এগিয়েছে?কোন জায়গায় কোন সমস্যা রয়েছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখতে, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের জেলার দায়িত্ব পেয়ে জেলায় জেলায় ঘুরছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই মতন আজ শুক্রবার কালনা বিধানসভার পর দুপুর আড়াইটা নাগাদ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর হেমাতপুড়ে সেখানে কর্মীদের সাথে কথা বলেন।