বিশালগড়: নিউমার্কেটে লক্ষ্মী প্রতিমা নিয়ে চিন্তিত মৃৎশিল্পীরা!
রাত পোহালেই লক্ষ্মী পুজো। লক্ষ্মী প্রতিমা নিয়ে বিশালগড় বাজারে বসেছে মৃৎশিল্পীরা। প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রতিমা এসেছে বিশালগড় বাজারে। মূর্তি তৈরীর নির্মাণ সামগ্রী গুলোর দাম বেশি হওয়ায় মূর্তির দামও এই বছর অনেকটা বেশি। যার ফলে মূর্তি বাজারে প্রচুর পরিমাণে আসলেও খরিদ্দার তেমনভাবে নেই। যার ফলে ভীষণভাবে চিন্তিত মৃৎশিল্পীরা।