চুঁচুড়া-মগরা: চুঁচুড়া লেলিন নগরে কালীপুজোর উদ্বোধন করলেন বিধায়ক
লেলিন নগরে কালী পুজোর উদ্বোধন করলেন বিধায়ক। লেলিননগরের মৃন্ময় সংঘের পক্ষ থেকে প্রতিবছর কালীপুজোর আয়োজন করা হয়। এ বছর তাদের পূজো ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। সেখানেই উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এলাকাবাসীদের নিয়ে প্রথমে পদযাত্রা হয় তারপরেই পূজোর উদ্বোধন করেন তিনি।