সাগরদিঘি: সাগরদীঘিতে অনুষ্ঠিত রাজ্য থ্রোবল চ্যাম্পিয়নশিপ, মুর্শিদাবাদ জেলা থ্রোবল এসোসিয়েশনের উদ্যোগে
সাগরদীঘিতে অনুষ্ঠিত রাজ্য থ্রোবল চ্যাম্পিয়নশিপ মুর্শিদাবাদ জেলা থ্রোবল এসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলা থ্রোবল এসোসিয়েশনের পরিচালনায় ও সাগরদীঘি স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সহযোগিতায় STATE THROWBALL CHAMPIONSHIP অনুষ্ঠিত হলো বুধবার বিকেল চারটে নাগাদ সাগরদীঘিতে। এই প্রতিযোগিতায় মুর্শিদাবাদ জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। খেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।