খড়গ্রাম: নদী-জঙ্গল পেরিয়েও রক্ষা পেল না দুষ্কৃতীরা, খড়গ্রামে পুলিশের হাতে গ্রেপ্তার ৪
শেষ পর্যন্ত নদী-জঙ্গল কোনটাই রক্ষা করতে পারল না দুষ্কৃতীদের। খড়গ্রাম থানার টানা নজরদারিতে ধরা পড়ল চার অভিযুক্ত।সোমবার সন্ধ্যায় আদালত সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখে সাদল গ্রামে খড়গ্রাম থানার পুলিশ স্নাইপার ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি অভিযানে উদ্ধার হয় বোমা। যদিও বোমা উদ্ধার করা হলেও বাড়ির মালিক ও গ্রামের কয়েকজন দুষ্কৃতী মাঠের মধ্য পালিয়ে গিয়েছেন। অবশেষে পলাতক থাকা দুষ্কৃতী সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় খড়গ্রাম থানার পুলিশ।