পুরুলিয়া ২: আগামী ১৬ তারিখ টাটানগর আসানসোল বরাভূম দুটি মেমু প্যাসেঞ্জার আদ্রা আসানসোল শাখায় চলবেনা
রেলের প্রযুক্তিগত কিছু কাজের জন্য সপ্তাহব্যাপী রোলিং ব্লকের কারণে আগামী ১৬ই সেপ্টেম্বর টাটানগর আসানসোল বরাভূম এর মধ্যে চলাচলকারী দুটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে । রেল সূত্রে বলা হয়েছে উক্ত দিন এই দুটি ট্রেন আদ্রা আসানসোল আদ্রা জংশনের মধ্যে চলাচল করবে না ।