পুরুলিয়া ২: পুজোর থিম গ্রন্থাগার পুরুলিয়া শহরের মধ্যবাজার কমিটির এবারের থিম গ্রন্থাগার 132 বছরে এই পুজো ঘিরে বিশেষ আকর্ষণ পুরুলিয়া
পুজোর থিম গ্রন্থাগার পুরুলিয়া শহরের মধ্যবাজার ষোলআনা কমিটির এবারের থিম গ্রন্থাগার। 132 তম বর্ষে এই পুজো ঘিরে সেজে উঠেছে পুরুলিয়ার মধ্যবাজার মণ্ডপ বর্ণপরিচয়সহ নানা বইয়ের সাজে সেজেছে মন্ডপ।