তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকা থেকে আশি উর্দ্ধ এক বৃদ্ধ মহিলা নিখোঁজ হয়ে যায়, থানায় জানানো হয় অভিযোগ
তেঃমুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকা থেকে আশি উর্দ্ধ আরতি সরকার নামে এক বৃদ্ধ মহিলা নিখোঁজ হয়ে যায় আজ থেকে ৫দিন আগে অর্থাৎ গত মাসের ২৯ তারিখ।বহু খোঁজাখুঁজির পর না পেয়ে তেঃমুড়া থানায় লিখিতভাবে অভিযোগ জানায় বাড়ির পরিবারের পক্ষ থেকে রবিবার সকালে। পুলিশ একটি নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করে।সাংবাদিকদের জানায় বিকাল ৪ ঘটিকায় থানার ওসি জয়ন্ত কুমার দে।