সাব্রুম: শারদোৎসব যাতে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে চলে তারজন্য সাব্রুমের বিভিন্ন জায়গায় পুলিশ,বিএসএফ যৌথ তল্লাশি চালায়
শারদোৎসব শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে চলে তারজন্য সাব্রুমের বিভিন্ন জায়গায় পুলিশ,বিএসএফ যৌথ তল্লাশি করা হয়।১৫ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় সাব্রুম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সংলগ্ন সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের উপর বাইক গাড়ী তল্লাসী চালানো হয়।সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান বাইক এবং গাড়ী যাদের বৈধ কাগজপত্র নেই,উশৃংখল ভাবে যারা বাইক চালায় তারা পগজার সময় মানুষের ক্ষতি করতে পারে। শারদোৎসব শান্তিপূর্ণ ভাবে করতে এই তল্লাশি