জামবনি: হাতি ও মানুষের সংঘাত এড়াতে জামবনি ব্লকে হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর
হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর। হাতি ও মানুষের সংঘাত এড়াতে সোমবার হাতির গতিবিধি প্রকাশ করা হয় বনদপ্তরের পক্ষথেকে। জামবনি ব্লকের জঙ্গলে বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে প্রায় ৬ টি হাতি। খাবারের সন্ধানে হাতির দল যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে। ব্লকের রেহড়াশোল এলাকার জঙ্গলে শেষ দেখা যায় হাতির দল টিকে।