ঝাড়গ্রাম: সেমিস্টার ও হোস্টেল ফি কমানোর দাবিতে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, চলল ঘেরাও কর্মসূচিও
সেমিস্টার ও হোস্টেল ফি কমানোর দাবিতে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, চলল ঘেরাও কর্মসূচিও।সোমবার সকাল থেকেই উত্তেজনা ছড়াল সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসে পড়েন আদিবাসী সংগঠনের বিশ্ববিদ্যালয় ইউনিটের শতাধিক ছাত্র-ছাত্রী। ভর্তির ফি, গার্লস’ হোস্টেলের মাসিক ফি এবং স্নাতকোত্তর সেমিস্টার ফি অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভে সামিল হন শিক্ষার্থীরা।