হলদিবাড়ি: হলদিবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় বিকল সরকারি বাস, ভোগান্তিতে যাত্রীরা
হলদিবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় বিকল সরকারি বাস, ভোগান্তিতে যাত্রীরা। শনিবার দুপুরে হলদিবাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। কিন্তু বেরুবারি পার করে কনপাকড়ি এলাকায় হঠাৎ করে বাসটির চাকা জ্যাম হয়ে যায় বলে খবর। এ-ই ঘটনার জেরে সমস্যায় পরে বাসের যাত্রীরা। প্রায় দের ঘন্টা পর নতুন বাস এসে যাত্রীদের গন্তব্যের উদ্দেশে নিয়ে যায়। মাঝে মধ্যেই এমন ঘটনার সম্মুখীন হতে হয় বলে যাত্রীরা জানান।