রায়গঞ্জ: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজমুমদার রায়গঞ্জের সাংসদের কালিয়াগঞ্জের বাড়িতে এসে তার স্বস্থ্যর খবর নিলেন
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজমুমদার রায়গঞ্জের সাংসদের কালিয়াগঞ্জের বাড়িতে এসে তার স্বস্থ্যর খবর নিলেন। বুধবার দুপুরে এমন তথ্য সাংসদের রায়গঞ্জের দফতর থেকে জানানো হয়। সুকান্ত মজুমদার জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তাই তার খবর নিতে এসেছিলেন তিনি। পাশাপাশি SIR নিয়ে ভারতীয়দের নিশ্চিন্তে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্প জমি অধিগ্রহনে রাজ্যের ঢিলেমি জন্য দেরী হচ্ছে বলেও জানান তিনি।