ধূপগুড়ি: দেবপাড়া চাবাগান কতৃপক্ষের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন
ডুয়ার্সের বানারহাটের দেবপাড়া চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।প্রায় হাজার খানেক শ্রমিকদের নিয়ে ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় কুজুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।দেবপাড়া চা বাগানের শ্রমিক সংখ্যা ১৯০০ জন। গত দুর্গাপুজার সময় থেকেই চা বাগানে মালিক পক্ষ ও শ্রমিকিদের মধ্যে সমন্বয়ের অভাব লক্ষ করা যাচ্ছিল।