তেলিয়ামুড়া: DYFI তেঃমুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেঃমুড়া রেলস্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন প্রদান করে দূর পাল্লার রেল থামার জন্য
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায়DYFI তেঃমুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেঃমুড়া রেলস্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন প্রদান করে দূরপাল্লার রেল থামার জন্য। উপস্থিত ছিলেনDYFI তেঃমুড়া বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব,DYFI খোয়াই জেলার সদস্য টুটন দেব সহ অন্যান্যরা। তেঃমুড়া রেলস্টেশনে দূরপাল্লার রেল থামলে খোয়াই জেলা ও গোমতি জেলার লোকেরা উপকৃত হবে বলে জানা যায়।