ফরিদপুর দুর্গাপুর: ঝাঁজরা MIC কোলিয়ারির প্রজেক্টের প্রধান গেট আটকে কোলিয়ারির পরিবহন ও কনফেয়ার বেল্ট বন্ধ করে বিক্ষোভ জমি দাতাদের
মঙ্গলবার সকাল এগারোটা থেকেই ঝাঁজরা MIC কোলিয়ারির প্রজেক্টের প্রধান গেট আটকে কোলিয়ারির পরিবহন ও কনফেয়ার বেল্ট বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা। জমিদাতা পবন ব্যানার্জি, রানা গোস্বামীদের দাবি তারা মোট ২২ জন জমিদাতা রয়েছেন যাদের জমি ২০১৮ সালে ইসিএল এর সিবি অ্যাক্ট হয়। তারপর থেকেই দীর্ঘ বছর পেরিয়ে গেল জমির বিনিময়ে মেনে নিয়ে চাকরি। বারবার কোলিয়ারির আধিকারিকের তরফ থেকে শুধুই মিলেছে আশ্বাস কিন্তু হয়নি কোন কাজ বলে অভিযোগ