বারাসাত ১: ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ! ভেলোরে ভর্তি বামনগাছির যুবক বিক্রম বারিক, আর্থিক সাহায্যের আবেদন পরিবারের
ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ! ভেলোরে ভর্তি বামনগাছির যুবক বিক্রম বারিক, আর্থিক সাহায্যের আবেদন পরিবারের ভুল চিকিৎসার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়ার বামনগাছির কুলবেড়িয়া এলাকার বাসিন্দা বিক্রম বারিক। প্রায় সাত মাস আগে কোমরে ও মাথায় যন্ত্রণা শুরু হয় ওই যুবকের। এরপর রাজ্য সরকারি হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়। পরিবারের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসার সময় ভু