পটাশপুর ২: মহিলা ডাক্তারের রহস্য মৃত্যুর অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তমলুক থানার পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হাসপাতালে এ্যানাস্থিশিয়া বিভাগে কাজ করতেন ডাক্তার শালিনি দাস তিনি কাঁথি হসপিটালে কর্মরত ছিলেন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে কাজে যেতেন গতকাল তিনি মহিষাদল একটি নার্সিংহোম থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে যান, পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দ্বিতীয় নার্সিংহোমে যাওয়ার পর শালিনী অসুস্থতা অনুভব করেন, তাকে একটি চ্যানেলের মাধ্যমে এসিডিটির ঔষধ দেওয়া হয়। তবে পুলিশ নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ সহ পরিবারের সঙ্গে কথা বলেন,রহস্যের