জিরানিয়া: জনজাতি এলাকায় এইবার দুর্গা পূজার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে,এডিসি এলাকায় পরিদর্শনে বলেন মুখ্যমন্ত্রী
এক সময় বলা হতো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। কিন্তু বর্তমানে জাতি জনজাতি সকলে দুর্গা পূজার আনন্দে মেতে উঠে। সোমবার সপ্তমীর দিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতি অধ্যষিত এলাকায় দুর্গা পূজা পরিক্রমা করেন। খুমুলুং থেকে শুরু করে টাকারজলা, জম্পুইজলা, গোলাগাটি এই সকল এলাকায় মুখ্যমন্ত্রী এইদিন পূজা পরিক্রমা করেন।