করবুক: করবুক মহকুমা শাসকের কনফারেন্স হলে আসলে দূর্গা পূজা ও কালীপূজাকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয়
Karbuk, Gomati | Aug 21, 2025 করবুক মহকুমা শাসকের কনফারেন্স হলে আসলে দূর্গা পূজা ও কালীপূজাকে সামনে রেখে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন করবুক মহাকুমার শাসক এবং করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি সমাজসেবী, পুলিশ প্রশাসন বিভিন্ন ক্লাব, এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।