কাকদ্বীপ: জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর হারুউড পয়েন্ট এলাকার ঘটনা
জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর কাকদ্বীপ বিধানসভার হারুউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত লড নম্বর এইটের বালিক খাদানের জলাশয়ে ডুবে মৃত্যু হল দুই শিশুর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই দুই শিশুকে কাকদ্বীপ মহাকুমা হসপিটাল নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।