খানাকুল ১: পল্লীশ্রী এলাকায় চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী,পুলিশের হাতে আটক গাড়ি চালক
চারচাকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক।আটক চারচাকার চালক।ঘটনাটি ঘটে রবিবার বিকালে আরামবাগের পল্লীশ্রী এলাকায়।জানা যায়,বাইক চালক আরামবাগ থেকে কালিপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে এসে চারচাকা গাড়িটি বাইকে ধাক্কা মারে।রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক চালক।স্থানীয়রা গাড়ির চালককে ধরে ফেলে।পুলিশ এসে গাড়ির চালককে আটক করে এবং আহতকে আরামবাগ মেডিক্যালে পাঠায়।