খড়গপুর ১: খড়্গপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে রাতেও চলছে SIR এর বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি
Sir এর ফরম বিলি রাতেও। আজ থেকে শুরু হয়েছে এশায়ারের প্রথম পর্যায়ের প্রক্রিয়া, বি এল ওরা বাড়িতে বাড়িতে গিয়ে বিলি করছেন ফর্ম. আজ মঙ্গলবার সাকিব প্রাই সাড়ে নটার নাগাদও দেখা গেল খড়গপুর শহরের তেত্রিশ নাম্বার ওয়ার্ডের ১৭৪ নম্বর বুথে দেলোরা বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছেন ফর্ম, এবং সেই ফোন কিভাবে পূরণ করতে হবে কোথায় কি লিখতে হবে তা বুঝেও দিচ্ছেন তারা।