দুর্গাপুরে আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবস পালন। দুর্গাপুর পশ্চিম বিধানসভা আইএনটিইউসির উদ্যোগে শুক্রবার “সম্প্রীতি সৌধ”-এ পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ডঃ বি.আর. আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবস পালিত হলো শনিবার দুপুর তিনটের সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসির সভাপতি সুভাষ সাহা সহ আইনজীবী, বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের প্রতিনিধিরা।অবসর বক্তব্যে সুভাষ সাহা বলেন, “বর্তমানে সংবিধান বারবার আঘাতের মুখে, শোষিত-দলিত সমাজের উপর অত্যাচার