নারায়ণগড়: মকরামপুর জনকল্যাণ সংঘের জগদ্ধাত্রী পুজো ও মেলার উদ্বোধন হলো
মকরামপুর জনকল্যাণ সংঘের জগদ্ধাত্রী পুজো ও মেলার উদ্বোধন হলো। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর জনকল্যাণ সংঘের ৪০ তম বর্ষের জগদ্ধাত্রী পুজো ও মেলার উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন হয় পূজোর। প্রায় ১০ দিন ধরে চলবে এই মেলা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট, dpsc চেয়ারম্যান অনিমেষ দে, সুকুমার জানা, স্বপন কুমার মাইতি, কান্টু রায় লক্ষ্মী সিঠসহ অন্যান্য।