ময়না: নবমীর রাতে জেলার সেরা প্রতিমা দেখতে জমজমাট ভিড় পশ্চিমময়না সার্বজনীন দুর্গোৎসবে,যান চলাচলে No Entry প্রশাসনের
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহাকুমার অন্তর্গত জেলার সেরা সেরা প্রতিমা হিসেবে স্বীকৃতি আদায় করেছে বিশ্ব বাংলা স্মারক সম্মান এই পুজো কমিটি এ বছরের থিম হল পরিশ্রমের স্বপ্ন পূরণ জেলার মধ্যে অসাধারণ একটি পুজো প্যান্ডেলসহ অপরূপ প্রতিমা দেখতে কাতারে কাতারে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা |পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে তালতলা থেকে বলাইপণ্ডা পর্যন্ত রাস্তা নো এন্ট্রি করা হয়েছে |দুর্ঘটনায় রাতে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ দেয়া হয়েছে |