কৃষ্ণনগর ১: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নদীয়ার পলাশিপাড়ার যোগ
পলাশিপাড়ার বড় নলদহের বাসিন্দা সাবির আহমেদ মাদক বিরোধী আইনে প্রেসিডেন্সি জেলে বন্দি। তার সঙ্গে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যোগ মিলেছে। জেলে তাকে দফায় দফায় জেরা করেছেন রাজ্য ও কেন্দ্রের গোয়েন্দারা। এর পাশাপাশি তার ভাই ফাইসাল আহমেদকেও এস টি এফ বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গিয়েছে। সাবির জেলে বসেই বিভিন্ন গ্রুপে ভারত বিরোধী ও জঙ্গী মতাদর্শ প্রচার করতো বলে জানা গিয়েছে।