সীমলাপাল: সিমলাপাল ব্লক তৃণমূলের নবনির্বাচিত নেতৃত্বকে মণ্ডলগ্রাম অঞ্চলের সংবর্ধনা
সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পদাধিকারীদের সংবর্ধনা জানাল মণ্ডলগ্রাম অঞ্চল তৃণমূল। ফুলের স্তবক দিয়ে সম্মান জানানো হয় সভাপতি সৌমেন পাত্র, সহ-সভাপতি রবিদাস চক্রবর্তী, যুব সভাপতি ঝন্টু কোটাল ও মহিলা সভানেত্রী মুক্তা মাঝিকে। অন্যান্য পদাধিকারীরাও এদিন সংবর্ধিত হন। উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে দলের ভবিষ্যৎ দিকনির্দেশ নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান ঘিরে এলাকা ছিল উৎসবমুখর।