খড়গ্রাম: এড়োয়ালী পূজা পরিক্রমায় জনসংযোগে খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের এড়োয়ালী অঞ্চলের পূজা পরিক্রমায় হাজির হলেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জি। বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ বিশেষ আবহে পূজা মণ্ডপে উপস্থিত হয়ে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। পূজো পরিক্রমার মধ্যেই স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন বিধায়ক। পূজো মণ্ডপ ঘুরে দেখে তিনি সংগঠকদের প্রশংসা করেন।