করিমপুর ১: করিমপুর নতিডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সরড ফ্রি প্রাইমারি স্কুললের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান, উপস্থিত MLA বিমলেন্দু সিংহ রায়
করিমপুর বিধানসভার নতিডাঙ্গা মোড়ে করিমপুর নতিডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সরড ফ্রি প্রাইমারি স্কুললের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হলো সোমবার। এদিন প্রদীপ প্রজনন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলন্দ সিংহ রায়, করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ কুমার চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা। তিন দিন ধরে চলবে এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠান। করিমপুর তথা নদিয়া জেলার অন্যতম পুরনো এই প্রাথমিক স্কুল।