খোয়াই: বাইজালবাড়ি নাকার কাছে ধরা পরল ৩৬ লক্ষাধিক টাকার উপর এসস্কপ। আটক করা হয়েছে একজনকে!
Khowai, Khowai | Oct 31, 2025 বাইজালবাড়ি না কার কাছে ধরা পরল ৩৬ লক্ষাধিক টাকার উপর এসস্কপ। আটক করা হয়েছে একজনকে। যার নাম সঞ্জীব দেববর্মা। বাড়ি মোকাম পাড়া থানা লেফুঙ্গা। জানা যায়, তেলিয়ামুড়া থেকে খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় TR01AX1543 নম্বরের বোলেরো পিকআপ গাড়ি নাকা পয়েন্টে পৌঁছতেই আটক করে তল্লাশি চালাতে দেখা যায় ৪৪০০-র উপর যার বাজার মূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকা।