কুমারগ্রাম: কুমারগ্রাম এলাকায় ছটপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে
বিভিন্ন এলাকার সঙ্গে কুমারগ্রাম ব্লকেও ছটপুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। কুমারগ্রামের চৌধুরিঘাট, কুলকুলিহাট, দুর্গাবাড়ি, ফাগুডোবা এলাকায় শনিবার লক্ষ্য করা গেল, ছটপুজোর জোরকদমে প্রস্তুতি চলছে। ওই এলাকা গুলিতে তৈরি করা হচ্ছে স্নানঘাট। জানা গিয়েছে, সোমবার ছটপুজো অনুষ্ঠিত হবে। কুমারগ্রামের বিভিন্ন এলাকার মানুষ ছটপুজোতে উপস্থিত হবেন। প্রতি বছরই সাড়ম্বরে কুমারগ্রাম এলাকায় ছটপুজো অনুষ্ঠিত হয়।