আড়শা: জয় জোহার মেলার শুভ সূচনা হলো আড়শা ব্লক অফিস প্রাঙ্গনে
Arsha, Purulia | Nov 15, 2025 রাজ্য সরকারের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনের জয়জহার মেলার শুভ সূচনা হলো শনিবার আড়শা ব্লক অফিস প্রাঙ্গণ। উপস্থিত বিশিষ্ট সময় সেবি উজ্জ্বল কুমার সহ পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ সহ-সভাপতি জয়েন্ট বিডিও প্রমূখ।