ইলামবাজার: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে বামফ্রন্টের পক্ষ থেকে অভয়া কান্ডের প্রতিবাদে একটি মিছিল বের হয়
ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলিতে বামফ্রন্টের পক্ষ থেকে অভয়া কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল বের হয় বিকাল ৫ নাগাদ।এই মিছিলে শতাধিকের ওপর বামফ্রন্টের দলীয় কর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। এদিন জয়দেব বাজার মিছিল পরিক্রমা করে সবজি হাটের সামনে সাধারণ মানুষদের সামনে বিভিন্ন বামফ্রন্টের বক্তাদের পক্ষ থেকে অভয়া কান্ডের প্রতিবাদ মূলক বক্তব্য তুলে ধরা হয়।।