ধর্মনগর: মধ্যশহর ক্লাবের পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক
রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মধ্যশহর ক্লাবের এবারের পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করেন উত্তর জেলার জেলাশাসক IAS চান্দনী চন্দ্রান সহ অন্যান্যরা।