আলিপুরদুয়ার ১: কলার আড়ালে আসাম থেকে বিহারে মদ পাচারের চেষ্টা বানচাল করে আলিপুরদুয়ারে ২৮০০ লিটার মদ বাজেয়াপ্ত আবগারি দপ্তরের
বড়সড় মদ পাচারের চক্র ধরলো আলিপুরদুয়ার আবগারি দপ্তর।কলার আড়ালে গাড়িতে করে আসাম থেকে বিহারে মদ পাচারের চেষ্টা বানচাল করা হলো। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে ২৭ নং জাতীয় সড়কে অভিযান করে আবগারি দপ্তরের কর্মীরা।সেখান থেকে একটি গাড়ি আটক করে এদিন সকালে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় নিয়ে আসা হয়।সকাল নয়টা নাগাদ ওই গাড়ি থেকে প্রায় ২৮০০ লিটার মদ বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের আধিকারিকরা।