ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহীর। আউশগ্রামের রামনগরের রক্ষাকালী তলার কাছে শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সোম মাড্ডি(২৮)। তার বাড়ি আউশগ্রামের হাটমাধবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোম মাড্ডি নলকূপ বসানোর কাজ করতেন। এদিন সেকাজ সেরে একটি বাইকে চড়ে সোম সহ তিনজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। ভেদিয়া মোরবাঁধ রাস্তায় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে এমন বিপত্তি ঘটে।