কাঁকসা: মনোজ পল্লী এলাকায় বাড়ির ভিতরে ঢুকলো বিষধর সাপ,আতঙ্কে এলাকার মানুষ,উদ্ধার করলো বনদফতর
এক ব্যক্তির বাড়িতে বিষধর সাপ ঢুকে পড়ায় আতঙ্কে বাড়ীর সকলে বেরিয়ে পড়ে রাস্তায়।কাঁকসার মনোজপল্লী এলাকায় আজ দুপুরে হঠাৎই একটি সাপ ঢুকে পড়ে।বাড়ির সদস্যরা দেখতে পেয়ে আতঙ্কে সকলেই বাড়ির বাইরে চলে আসে।স্থানীয়রা দীর্ঘ চেষ্টার পর বিফল হলে।খবর দেওয়া হয় বনদফতরে।বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩টে নাগাদ দীর্ঘক্ষণ চেষ্টার পরে সাপ টিকে ধরে নিয়ে যায়।তবে ওই এলাকায় বর্ষার পর থেকেই বিভিন্ন বিষধর সাপের আস্তানা হয়ে উঠেছে যার কারণে ঝোপ জঙ্গল ছেড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে।