কৃষ্ণনগর ২: শোনডাঙ্গা নতুনপাড়া এলাকায় চারচাকা গাড়ির ধাক্কায় নিহত ১ আহত আরো ২
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি আহত আরো দুই। বুধবার ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া থানার অন্তর্গত শোনডাঙ্গা নতুনপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম তেতুলি শেখ। এদিন একটি চারচাকা গাড়ি কৃষ্ণনগর থেকে মায়াপুরের দিকে যাওয়ার সময় রাস্তার ধারে পরপর তিন ব্যক্তিকে ধাক্কা মারে ধাক্কাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির বাকিরা আহত।