হলদিবাড়ি: হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এলেন কোচবিহার জেলার সিএমওএইচ ডক্টর হিমাদ্রি কুমার আড়ি
হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এলেন কোচবিহার জেলার সিএমওএইচ ডক্টর হিমাদ্রি কুমার আড়ি। শনিবার বিকেলে হাসপাতালের নব নির্মিত বিল্ডিংটি ঘুরে দেখেন তিনি। এছাড়াও হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ও অনান্য চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের নিয়ে রোগীর স্বাস্থ্য পরিষেবা সহ নানান বিষয় নিয়ে হাসপাতালের কনফারেন্স রুমে একটি আলোচনা সভাও করেন। সিএমওএইচ জানিয়েছেন হাসপাতালের পরিকাঠামো এবং রোগীদের স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে তদারকির করতে রুটিন মাফিক এ-ই পরিদর্শন।