তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ দোলমেলা মাঠের বাজিমেলায় হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল তুফানগঞ্জ থানার পুলিশ
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ দলবেলা মাঠের আতশবাজি মেলায় হানা দেয় তুফানগঞ্জ থানা পুলিশ। হানা দিয়েই এই শব্দবাজি গুলো বাজেয়াপ্ত করে। প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার তুফানগঞ্জ দোলমালার মাঠে বাজিমেলার উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ইসোর। এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান তনু সেন ভারপ্রাপ্ত ওসি দ্বিগবিজয় বলন সহ অন্যান্যরা। গোপন সূত্রে খবর পেয়ে এদের হানা দেয় পুলিশ।