বর্ধমান ১: পুষ্টির বিকল্প পথের খোঁজে শনিবার দুপুর দুটোয় আলোচনাসভা অনুষ্ঠিত হলো কাঞ্চন নগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে
পুষ্টির বিকল্প পথের খোঁজে শনিবার দুপুর দুটোয় আলোচনাসভা অনুষ্ঠিত হলো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। আজ দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পুষ্টি বিকল্প পথের সন্ধানে শীর্ষক একটি আলোচনাসভা হয়। স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচক রাজ ঘোষ জানান, প্রাণিজ খাদ্য ছাড়াও উদ্ভিজ্জ খাদ্যে যথেষ্ট পুষ্টি আছে। তাই আগামী দিনগুলোতে মিড ডে মিলে সপ্তাহে অন্তত দুদিন মিলেট আসতে চলেছে মাছমাংস ইত্যাদির বদলে। প্রাণিজ উপাদান ব্যবহার না করে কেক তৈরি