বরাবাজার: বরাবাজার থানায় নতুন আধিকারিককে সম্বর্ধনা জানাতে উপস্থিত বরাবাজার ব্লক তৃণমূল নেতৃত্বরা
বরাবাজার থানায় নতুন আধিকারিকের দায়িত্ব নিয়ে এলেন অনির্বাণ বোস, রবিবার বিকেলে নতুন আধিকারিক কে সম্বর্ধনা জানাতে বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরাবাজার থানায় উপস্থিত হলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল সম্পাদক লম্বোদর মাহাতো, ব্লক সহ-সভাপতি উত্তম মিশ্র, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভা নেত্রী সুমিতা সিংহ মল্ল, বরাবাজার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মীরা সিংহ সহ অন্যান্যরা।