শালতোড়া: শালতোড়া থানায় নতুন কালী মন্দিরে মা কালীর পুজোর আয়োজন করা হল, এবারের পুজো ২তম বর্ষে পদার্পণ করল
সোমবার আনুমানিক রাত্রি এগারোটা বাঁকুড়ার শালতোড়া থানা সার্বজনীন নতুন কালীমাতার মন্দিরে মা কালীর পুজোর আয়োজন করা হল। এবারের পুজো ২য় তম বর্ষে পদার্পণ করল।