হরিশ্চন্দ্রপুর ১: দীপাবলি কালী পূজা ছট পুজোর শান্তিপূর্ণ সম্পন্ন করতে হরিশ্চন্দ্রপুর থানায় পুলিশ প্রশাসনের সভা
আসন্ন দীপাবলি উৎসব কালী পূজা ছট পূজা দিনগুলির শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসনের তরফে আয়োজিত হলো সভা। থানার আই সি মনোজিৎ সরকার ছাড়াও জনপ্রতিনিধি ও বিভিন্ন উৎসব কমিটির কর্মকর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে এই সভা করা হয়। কি ধরনের প্রশাসনিক নিয়ম নীতি নির্দেশিকা কে মাথায় রেখে উৎসবের দিনগুলি পালন করতে হবে সে বিষয়ে বোঝানোর সাথে পূজা কমিটির কর্মকর্তাদের প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা করার বার্তা রাখা হয়।