বারাসাত ১: দীঘা বালিসা মোড়ে ইমারতী দ্রব্য বহনকারী মালবাহী গাড়ির রুট বদল, চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত খবর সুত্রের
শারদ উৎসব উপলক্ষে শহর কলকাতা বিভিন্ন প্রান্তে ছোট-বড় অসংখ্য দূর্গা পূজার মন্ডপ তৈরি হয় এবং সেই পুজ মণ্ডপ ঘুরতে শহর কলকাতায় অসংখ্য মানুষের ভিড় জমে তাই যাতে কোনভাবেই শহর কলকাতায় যানজটের সৃষ্টি না হয় তাই বনগাঁ থেকে কলকাতা গামী ৩৫ নম্বর জাতীয় সড়কের দীঘা বালিসা মোড়ে দত্তপুকুর ট্রাফিক গার্ডের তরফ থেকে ব্যারিকেড দিয়ে ইমারতী দ্রব্য বহনকারী গাড়ি অর্থাৎ ইট