রানাঘাট ২: বগুলায় বন্ধুদের মদের আসরে যুবকের রহস্য মৃত্যু,ঘটিনায় গ্রেফতার মদের আসরে থাকা 3 যুবক,পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
মদের আসরে যুবকের রহস্য মৃত্যু, ঘটিনায় মদের আসরে থাকা আরও 3 যুবককে গ্রেফতার করলো হাসখালি থানার পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে হাসখালি থানার বগুলার বাসিন্দা এক যুবকের বাড়ির ছাদে মদের আসর বসায় 4 বন্ধু। অভিযোগ, সেই আসরেই হটাৎ এক যুবক অচৈতন্য হয়ে পড়ে। পরে তাকে বাকি 3 বন্ধু বগুলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর সেই ঘটনাতেই ওই মদের আসরে থাকা বাকি 3 বন্ধুকে গ্রেফতার করে হাসখালি পুলিশ।